বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন এর সভাপতিত্বে ও ৫নং বড়কান্দা ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিল অর্থায়নে অর্থবছর ২০২৪-২০২৫ বাস্তবায়নে এবং বড়কান্দা ইউনিয়ন পরিষদের আয়োজনে বড়কান্দা ৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০.ঘটিকার সময় ৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ভবনে বিনামূল্যে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অঃ দাঃ), জনাব এ কে এম এস কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব হ্যাপি দাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গাজী মোঃ আনোয়ার হোসেন।
সোনাকান্দা ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম মোল্লা, বড়কান্দা ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলম, বড়কান্দা ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহসিন, বড়কান্দা ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ মাফিয়া বেগম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফজলে এলাহী, সিনিয়র সহকারী শিক্ষকা মোসাঃ নিলিমা আক্তার, মোঃ হাবিব উল্লাহ, মোঃ সেলিম রেজা, মোঃ আলী আরশাদ শিচতি ও বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষকদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের যত দাবি-দাবা রয়েছে তাদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করে দেয়ার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন।
স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাসে ভড়ে ওঠে, সকল শিক্ষার্থীরাও অভিভাবক চেয়ারম্যানের এমন উদ্যোগেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।