• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

মানিকারচর লালমিয়া সরকার লতিফ মুন্সী মডেল উচ্চ বিদ্যালে নবগঠিত এডহক কমিটি ও ২৫ সালের এসএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), নিজস্ব প্রতিবেদকঃ- / ৫৫১ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
oplus_0

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর লালমিয়া সরকার লতিফ মুন্সী মডেল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটি ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকারচর সরকারি কলেজের প্রফেসর ড. মুহাম্মদ ইমরান হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো. সোলাইমান আখন্দ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী আকবর, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সী, যুগ্ম আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, মোসা. ফাতেমা খানম, আ. মতিন, কেফায়েত উল্লাহ, মহসীন ভূঁইয়া, মো. মাসরুল হক সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ সাজ্জাদ ও সহকারী শিক্ষক মো. শাহাদাৎ হোসেন।আলোচনা শেষে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd