• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

মেঘনায় আহত অটোরিকশা চালকের পাশে দাঁড়ালেন “আদর্শ মেঘনা” সামাজিক সংগঠন

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৯৫৯ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), মেঘনা উপজেলা প্রতিনিধিঃ- অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে এবার এক দুর্ঘটনাকবলিত অটোরিকশা চালকের চিকিৎসায় সহায়তা দিয়েছে কুমিল্লার মেঘনা উপজেলার সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন “আদর্শ মেঘনা সামাজিক সংগঠন”। সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের যৌথ সহযোগিতায় কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাসিন্দা মো.উজ্জ্বল মিয়াকে তার চিকিৎসার জন্য নগদ অর্ধ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শ্যামলি পঙ্গু হাসপাতালে গিয়ে তার পরিবারের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজন।

সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন উজ্জ্বল মিয়া। বর্তমানে তিনি রাজধানীর শ্যামলি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তার মাথার খুলির হাড় ভেঙ্গে টুকরো হয়ে গেছে, দুই পা ও একটি হাতের কব্জিও ভেঙ্গে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক।

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের সভাপতি মোসাঃ নাসরিন সুলতানা দৈনিক আমাদের আলোকিত মেঘনাকে বলেন, আমরা সব সময়ই চেষ্টা করি বিপদে মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সংগঠন গড়ে উঠেছে মানবিক চেতনায়। উজ্জ্বল মিয়ার ব্যাপারে জানার পরপরই দ্রুত সদস্যদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সহায়তার সিদ্ধান্ত নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সহায়তা প্রদান সম্ভব হয়েছে। আমরা চাই মেঘনার প্রতিটি মানুষ মানবিক হয়ে উঠুক। এমন কাজই আমাদের এলাকাকে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, সহায়তা পেয়ে উজ্জ্বল মিয়ার পরিবার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়াও তাঁর দ্রুত সুস্থতার জন্য আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।


More News Of This Category
bdit.com.bd