২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ড.মোশাররফ হোসেন ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার পক্ষ থেকে শ্রদ্ধা ও নতুন প্রজন্মকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিঙ্গাপুর শাখার ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সম্মানিত কার্য নির্বাহী সদস্য, মোঃ জয়নাল আবেদীন।
এছাড়াও ২৬শে মার্চ এ দিনটি অর্জনে যুদ্ধে আংশগ্রহনকারি সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকল মেঘনাবাসীকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ মার্চ) এক ক্ষুদে বার্তায় সিঙ্গাপুর শাখার ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে। মোঃ জয়নাল আবেদীন বলেন, এ স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। যা ত্রিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে। যাদের কারণে আজ আমরা এ দেশ ও একটি মানচিত্র পেয়েছি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এরপর থেকেই বাঙ্গালী গেরীলা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। তাই আমরা এ দিনটিতে কষ্টে অর্জিত দেশের স্বাধীনতা রক্ষায় সকলে কাজ করবো এটাই হোক আমাদের শপথ।
বাঙ্গালী জাতির শত বছরের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখতে পাই মার্চ মাস যেন এ জাতির অহংকার আর শত অর্জনের মাস। মার্চ কখনো আনন্দের কখনো বেদনার হলেও শেষ পর্যন্ত বাঙ্গালীর আত্মপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ বলতে মার্চ মাস কেই বোঝায়। তাই ৭১ এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলী, জয়তু মার্চ মাস।
আমি গভীর শ্রদ্ধার সাথে স্বরন করছি সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও সেই সকল নেতার প্রতি, যাঁরা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন।
শুভেচ্ছান্তেঃ-
মোঃ জয়নাল আবেদীন
সম্মানিত কার্য নির্বাহী সদস্য,
ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন, সিঙ্গাপুর শাখা।