• শনিবার, ২৪ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনায় সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেনের পিতার দাফন সম্পন্ন! 0x1c8c5b6a 0x1c8c5b6a মেঘনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনে প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পহেলা মে শ্রমিক দিবসে ইউ.পি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন এর পক্ষ থেকে শুভেচ্ছা বড়কান্দা ইউনিয়নের অর্থায়নে বড়কান্দা সরকারি প্রাঃ বিঃ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সঙ্গে সিংঙ্গাপুর প্রবাসী মোঃ জয়নাল আবেদীনের সৌজন্য সাক্ষাৎ মেঘনায় “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠনের” আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সফলভাবে সম্পন্ন মেঘনার মানিকারচরে ১০৪ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার! মেঘনাবাসীকে উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম মেম্বারের বাংলা নববর্ষের শুভেচ্ছা

পহেলা মে শ্রমিক দিবসে ইউ.পি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন এর পক্ষ থেকে শুভেচ্ছা

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৯৪ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পহেলা মে (১লা মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকল মেহনতি শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ফারুক হোসেন রিপন।মহান মে দিবস’ উপলক্ষ্যে দৈনিক আমাদের আলোকিত মেঘনায় দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস-২০২৫’ উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতি মানুষকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মোঃ ফারুক হোসেন বলেনঃ- কাজে ঘেমে-নেয়ে একাকার শ্রমিকেরা। এ কাজের মজুরি দিয়েই চলে তাদের সংসার। ভোরের আঁলো ফোটার আগেই শুরু হয়ে যাওয়া কাজ বিরতিহীনভাবে চলে সন্ধ্যা পর্যন্ত। তাদের অনেকেই মে দিবসের তাৎপর্য জানেন না। শুধু জানেন, তাদের ন্যায্য মজুরির দাবি এখনও উপেক্ষিত, এখনো তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত।

১লা মে (বৃহস্পতিবার) মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় এ মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন।

ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। মহান মে দিবস পৃথিবীর দেশে-দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস।
কিন্তু এখনো তপ্ত রোদ উপেক্ষা করে পেশির দাপটে রক্ত পানি করে যে জীবন যোদ্ধা শ্রমিক, যাদের শ্রমে ঘামে গড়ে ওঠে সভ্যতা, আমাদের যাপিত জীবনের আশ্রয়; সেই শ্রমিকের গড়া সেই অট্টালিকায় থেকেও তাদের কথা ভাবার সময় মেলে না কারো।

নাগরিক দুর্ভোগ লাঘবে নিরন্তর খেটে যাওয়া মানুষগুলো উপেক্ষিত থাকবে, এটাই যেন তাদের নিয়তি। একই টুকরি, একই শ্রম, একই কষ্ট। তবুও মজুরির বেলায় লিঙ্গভেদ আর বৈষম্য। যা আজও পোড়ায় মানুষের হৃদয়। মে দিবস প্রতিষ্ঠার ১৩৮ বছরেরও বেশি সময় পরে শ্রম মজুরি, কর্মঘণ্টা ও শোভন কর্মের জন্য আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। আমাদের দেশের শ্রমজীবী মানুষের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, কোনো ক্ষেত্রেই তাদের মর্যাদা বা অধিকার প্রতিষ্ঠিত হয়নি, জীবনযাত্রার মানের উন্নতি হয়নি।

আমাদের দেশের শ্রমজীবী মানুষ এ দিবসে এখনো তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন করে আসছে। আমাদের দেশের শ্রমিক-কর্মচারীরা এখনো তাদের শ্রমের ন্যায্য মজুরি ও ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। নারী-পুরুষ-নির্বিশেষে সমকাজে সমমজুরি থেকে তারা অনেকটা বঞ্চিত। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। বিগত শতাব্দীর শেষভাগেও আমাদের দেশে শ্রমিক শ্রেণি বিরাট আন্দোলন ও জাগরণ সৃষ্টি করেছিল।

তবে সত্যিকার অর্থে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আদর্শভিত্তিক সৎ নেতৃত্ব এবং সুস্থ ধারার নিয়মতান্ত্রিকতা প্রয়োজন। একই সঙ্গে মালিকদেরও শ্রমিকদের প্রতি আস্থা রাখার ফলে শিল্প বিকাশ ও শ্রমিকদের উন্নয়ন সম্ভব বলেই আমি মনে করছি। আসুন আজ আমরা শপথ নেই শ্রমিক-মালিক গড়বো দেশ, আরো সামনে এগিয়ে যাক বাংলাদেশ।

তিনি ‘মহান মে দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

শুভেচ্ছান্তেঃ-
মোঃ ফারুক হোসেন রিপন
চেয়ারম্যান, ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।


More News Of This Category
bdit.com.bd